দেবদুলাল মুন্না: [২] এ তথ্য শনিবার জানায় এনগ্যাজেট। এ বার্তা সংস্থা ইন্টারন্যাশন্যাল ইকোনমিক ডেভেলাপমেন্ট কাউন্সিল (আইডিসি) প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে। আইডিএসের সঙ্গে এ গবেষণার সহযোগী প্রতিষ্ঠান হলো প্রযুক্তিখাতের তথ্য সংরক্ষণের প্রতিষ্ঠান গার্টনার।
[৩] এই বেশি বিক্রির কারণ হিসেবে আইডিসি জানায়, লকডাউনে বাসায় বসে অফিসের কাজ করা, সোশ্যাল কমিউনিকেশন, বিনোদন মুলত এই তিনটি কারণেই পিসি বিক্রি বেড়েছে।
[৪] প্রতিবেদনে দেখা হেছে, দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বিশ্বব্যাপী পিসি সরবরাহ বেড়েছে। বিশ্বব্যাপী পিসি সরবরাহ ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে মোট ৬৪ দশমিক ৮ মিলিয়ন ইউনিট সরবরাহ হয়েছে। ফলে ৯৮ কোটি ২৫ লাখ টাকার মতো পিসি বিক্রি হয়েছে।
[৫] লকডাউনের কারণে প্রথম প্রান্তিকে বেকায়দায় পড়লেও দ্বিতীয় প্রান্তিকে সরবরাহকারি ও রিটেইল চ্যানেলগুলো গুছিয়ে নিয়েছে। যার ফলে চাহিদানুযায়ী স্বাভাবিকভাবেই তারা সরবরাহ করতে পারছেন।