শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হয়েছে। তারা মহামারিটি থামাতে পারতো। কিন্তু সেটা করেনি।’

এমন সময়ে ট্রাম্প এ মন্তব্য করলেন যার কদিন আগেই এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে চীনকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেন। গত মঙ্গলবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ক্রিস্টোফার রে বলেন, চীনের গুপ্তচরবৃত্তি ও চৌর্যবৃত্তি নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় হুমকি হয়ে উঠবে।

ক্রিস্টোফার রে বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়াদি, দরকারি ডাটা সব বিষয়েই চরবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য পাওয়ারও চেষ্টা করছে। পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ হাজার পাল্টা গোয়েন্দা অনুসন্ধানের প্রায় অর্ধেকই চীন সম্পর্কিত।

তিনি বলেন, দুনিয়ার একমাত্র পরাশক্তি হওয়ার জন্য চীন উঠেপড়ে লেগেছে। যেকোনও উপায়ে তারা এটা অর্জন করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়