রাশিদ রিয়াজ : [২] মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মভূমি স্লভেনিয়ায় একটি গাছের গুড়ির ওপর কাঠের খোদাই করা মূর্তিটিতে দুবৃত্তরা গত ৫ জুলাই আগুণ ধরিয়ে দেয় বলে পুলিশ জানায়। মূর্তিটি নির্মাণ করেছিলেন শিল্পী ব্রাড ডাউনি এবং পুলিশ তাকে টেলিফোনে বিষয়টি জানিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেয়া যায় সে সম্পর্কে জানতে চায়। সিএনএন
[৩] প্রামাণ্যচিত্র তৈরির অংশ হিসেবে মেলানিয়ার মূর্তিটি ২০১৯ সালে তৈরি করেছিলেন ব্রাড। ৫ জুলাই মূর্তিটি করাত দিয়ে কেটে সরিয়ে নেয়া হয়। ব্রাড বলেন আমার শুধু জানতে ইচ্ছে হয় কারা মূর্তিটিতে অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
[৪] পুলিশ বলছে তারা বিষয়টিকে সম্পদ বিনষ্টে অপরাধমূলক কার্যকলাপ হিসেবে দেখছেন।