শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ বোলিং তোপে ২০৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

রাহুল রাজ: [২] জেও হোল্ডারের ৬ এবং এসটি গ্যাব্রিয়েলের ৪ উইকেট তুলে নেবার দিনে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে ইংল্যান্ড।

[৩] ইংল্যান্ডের পক্ষে বিএ স্টোকসের ৪৩ রান দলের পক্ষে সর্বচ্চো। সাউদাম্পটনের রোজ বোলে দ্বিতীয় দিনে শুরুতেই ৪৮ রানের মাথায় প্রথম দিনের অপরাজিত জো ডেনলি ১৮ রানে সাজ ঘরে ফেরেন। এর পরে ররি বার্নস ৩০ রানে ফিরে যায়। তিনটি উইকেট তুলে নেন এসটি গ্যাব্রিয়েল। আরজে বার্নস ০ রানে আউট হলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেই পিছিয়ে পড়া থেকে আর ফিরে আসতে পারেনি ইংল্যান্ড ক্রিকেট দল। ৬৭.৩ বলে অলআউট হয় পুরো দল।

[৪] এর আগে প্রথম দিনে মাত্র ১৭.৪ ওভার বল মাঠে গড়িয়েছে। দিনের শুরু থেকেই বৃষ্টি বারেবারে আঘাত হানে। মধ্যান্য বিরতির পরে শুরু হয় দিনের প্রথম থেকে। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৫ রান।

[৫] বহুল প্রতিক্ষিত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্টে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

[৬] প্রথম দিনের শুরুতে স্কোর বোর্ডে কোন রান যুক্ত হবার আগেই ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। ডমিনিক সিবলি পরিস্কার বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন।

[৭] বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেএম অ্যান্ডারসন ও জেসি আর্চার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসের শুরু করেছে। ২ ওভার শেষে বিনা উইকেটে ৪ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়