শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ বোলিং তোপে ২০৪ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

রাহুল রাজ: [২] জেও হোল্ডারের ৬ এবং এসটি গ্যাব্রিয়েলের ৪ উইকেট তুলে নেবার দিনে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে ইংল্যান্ড।

[৩] ইংল্যান্ডের পক্ষে বিএ স্টোকসের ৪৩ রান দলের পক্ষে সর্বচ্চো। সাউদাম্পটনের রোজ বোলে দ্বিতীয় দিনে শুরুতেই ৪৮ রানের মাথায় প্রথম দিনের অপরাজিত জো ডেনলি ১৮ রানে সাজ ঘরে ফেরেন। এর পরে ররি বার্নস ৩০ রানে ফিরে যায়। তিনটি উইকেট তুলে নেন এসটি গ্যাব্রিয়েল। আরজে বার্নস ০ রানে আউট হলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেই পিছিয়ে পড়া থেকে আর ফিরে আসতে পারেনি ইংল্যান্ড ক্রিকেট দল। ৬৭.৩ বলে অলআউট হয় পুরো দল।

[৪] এর আগে প্রথম দিনে মাত্র ১৭.৪ ওভার বল মাঠে গড়িয়েছে। দিনের শুরু থেকেই বৃষ্টি বারেবারে আঘাত হানে। মধ্যান্য বিরতির পরে শুরু হয় দিনের প্রথম থেকে। প্রথম দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৫ রান।

[৫] বহুল প্রতিক্ষিত ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্টে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

[৬] প্রথম দিনের শুরুতে স্কোর বোর্ডে কোন রান যুক্ত হবার আগেই ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। ডমিনিক সিবলি পরিস্কার বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন।

[৭] বাংলাদেশ সময় বিকাল ৪ টায় শুরু হয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেএম অ্যান্ডারসন ও জেসি আর্চার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংসের শুরু করেছে। ২ ওভার শেষে বিনা উইকেটে ৪ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়