শহিদুল ইসলাম: [২] বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে। দীপংকর কলিগ্রামের বিনয় কৃষ্ণ বাড়ৈ এর ছেলে।
[৩] পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, বিনয় কৃষ্ণ বাড়ৈর নামের জমি ছোট ছেলের বৌ এর নামে লিখে দেয়। এ নিয়ে সংসারে কয়েকদির যাবৎ ঝগড়া চলে আসছিলো। এরই জের ধরে বাবার উপরে অভিমান করে মেজো ছেলে দীপংকার বাড়ৈ বুধবার সন্ধ্যায় সবার অজান্তে ঘরের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
[৪] ঝুলন্ত অবস্থায় দীপংকারকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পেরণ করে।
[৫] মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আউয়াল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পেরণ করা হয়েছে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা : সাদেক আলী