আজয় দাশগুপ্ত: সোজা বাংলায় বলে, কুকুরের লেজ বারো বছর চোঙ্গায় রাখলেও সোজা হয় না। সমাজ ও মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। নৈতিকতা ও সুস্থতা হারিয়ে এই জাতি এখন বিকলাঙ্গ। ডিজিটাল, উন্নয়ন এগুলো আসলে মুখের বুলি। রিজেন্ট হাসপাতালের লাইসেন্স নবায়ন হয়নি বছরের পর বছর, এটা জানার পরও সরকার তাদের মনোনীত করেছিল কেন? এমন কঠিন সময়ে যারা করোনা টেস্টের ভুয়া ফলাফল দিতে পারে তারা তো খুনি। তাদের শাস্তি একটাই, দিবালোকে ঝুলিয়ে রাখা। পারবেন? পারলে শাহেদ মিয়া পালাতে পারতো?
কে জানে কোনো কারণে কার শুভবুদ্ধি বা পরামর্শে তারা ধরা খেলো। এতোদিন যেসব রোগীদের মিথ্যা সার্টিফিকেট দিয়ে হয় মেরেছে নয়তো সর্বনাশ করেছে তার বিচার হবে? হয়তো তদন্ত কমিটির রিপোর্ট বের হতে হতেই করোনা কাল শেষ হয়ে যাবে। ভুয়া রেজাল্টের রিজেন্টের জন্য ঘৃণা। বাজি রেখে বলতে পারি, ওরা একা নয়, আরও অনেকে এমন করছে, করবে। এর নাম মানুষের সমাজ? ফেসবুক থেকে