রাশিদ রিয়াজ : [২] গত ২৩ মার্চ ও তেসরা জুলাই পর্যন্ত পৌণে এক লাখ বিয়ে অনুষ্ঠান বাতিলের পর বিয়ের ছোট অনুষ্ঠানের অনুমতি মিললেও অধিকাংশ আবেদন পড়ছে বড় আয়োজনের। ডেইলি মেইল
[৩] আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে ৮০ শতাংশ অনুষ্ঠানস্থল ভাড়া হয়ে গেছে। ৪৩ শতাংশ দম্পতি বিয়ে বাতিল হলেও অনুষ্ঠানের জন্যে জমা দেয়া অর্থ ফেরত পাননি। ব্রিটেনে বিয়ের গড় খরচ ৩১ হাজার ৯৭৪ পাউন্ড হলেও কোভিডের কারণে তা ১৫৮৬ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পায়।
[৪] গত সপ্তাহ থেকে ৩০ জন অতিথি থাকবে এমন শর্তে বিয়ে অনুষ্ঠানের অনুমতি দেয়া শুরু হয়েছে। এতে অনেক দম্পতি নতুন জীবন শুরুর গাঁটছড়া বাধতে পেরে আনন্দিত এবং স্থগিত হলেও পরে অনুষ্ঠান করার আশ^াসে খুশি।
[৬] যারা অন্য তারিখে বিয়ের আশ^াস পাচ্ছেন তারা আগামী আগস্টের শনিবারের চেয়ে ফেব্রুয়ারির সোমবার বেছে নিতে চাচ্ছেন অপেক্ষাকৃত কম খরচের জন্যে।
[৭] ১৯ বছর ধরে প্রেম করার পর সেলিয়া এ্যাশিংটন (৫৩) এবং গ্যারি হাডসন (৬০) গত মাসে বিয়ে করতে সমর্থ হন। তাদের বিয়ের অনুষ্ঠানের জন্যে ৬ হাজার পাউন্ডের ব্যয় ধরা হলেও লকডাউনে প্রাতঃরাশ অনুষ্ঠান বাতিলে ৩ হাজার পাউন্ড ফেরত পান। হয় আয়োজনে। বিয়ে রেজিস্ট্রি খরচ পড়ে যায় ৬১১ পাউন্ড।