শিরোনাম
◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের বিকল্প খুঁজে পেল বাংলাদেশ, পেঁয়াজ আমদানির নতুন ভরসা পাকিস্তান ◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল আয়োজন করতে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] দফায় দফায় বৈঠক করেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে বেশ কয়েকটি সিরিজের সিদ্ধান্ত। ঝুলে আছে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিক্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্ধান্ত।

[৩] বিশ্বকাপ না হলে সেপ্টেম্বরের শেষ দিকে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতে করোনার যা অবস্থা তাতে ভারতের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনা খুবই কম। ভারতের মাটিতে আয়োজন করা সম্ভব না হলেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। সে তালিকায় উপরের দিকে আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় কোথায় হবে এবারের আইপিএল।

[৪] এদিকে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের পর আইপিএল আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আইপিএলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে কিউইরা। বিষয়টি নিশ্চিত করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা ।

[৫] তিনি বলেন, ‘আইপিএল ভারতের মাটিতে আয়োজন করাটা আমাদের প্রথম লক্ষ্য। যদি করোনা পরিস্থিতির অবনতি হতেই থাকে, তবে এখানে আইপিএল আয়োজন করা সম্ভব হবে না। তখন বাধ্য হয়ে আমাদের বিদেশের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করতে হবে। ইতোমধ্যে দু’টি দেশ আইপিএল আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শ্রীলঙ্কা ও আরব আমিরাত। এবার নিউজিল্যান্ডও আইপিএলের আয়োজক হতে আমাদের প্রস্তাব দিয়েছে।’
-সংবাদ সংস্থা পিটিআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়