শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল আয়োজন করতে চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] দফায় দফায় বৈঠক করেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে বেশ কয়েকটি সিরিজের সিদ্ধান্ত। ঝুলে আছে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিক্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সিদ্ধান্ত।

[৩] বিশ্বকাপ না হলে সেপ্টেম্বরের শেষ দিকে আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতে করোনার যা অবস্থা তাতে ভারতের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনা খুবই কম। ভারতের মাটিতে আয়োজন করা সম্ভব না হলেও বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। সে তালিকায় উপরের দিকে আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় কোথায় হবে এবারের আইপিএল।

[৪] এদিকে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের পর আইপিএল আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিজেদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আইপিএলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে কিউইরা। বিষয়টি নিশ্চিত করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা ।

[৫] তিনি বলেন, ‘আইপিএল ভারতের মাটিতে আয়োজন করাটা আমাদের প্রথম লক্ষ্য। যদি করোনা পরিস্থিতির অবনতি হতেই থাকে, তবে এখানে আইপিএল আয়োজন করা সম্ভব হবে না। তখন বাধ্য হয়ে আমাদের বিদেশের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করতে হবে। ইতোমধ্যে দু’টি দেশ আইপিএল আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শ্রীলঙ্কা ও আরব আমিরাত। এবার নিউজিল্যান্ডও আইপিএলের আয়োজক হতে আমাদের প্রস্তাব দিয়েছে।’
-সংবাদ সংস্থা পিটিআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়