স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সবধরনের খেলাধুলা বন্ধ থাকায় শঙ্কা তৈরি হয়েছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিয়েও। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ১৮ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে সিপিএলের ষষ্ঠ আসর। ছয় দলের এ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত করা হয়েছে খেলোয়াড়দের স্কোয়াড। যেখানে প্রথমবারের মতো ভারতের একজন খেলোয়াড় যুক্ত হলেও নেই কোন বাংলাদেশি ক্রিকেটার।
[৩] ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৮ আগস্ট শুরু হয়ে এ প্রিমিয়ার লিগ শেষ হবে ১০ সেপ্টেম্বর। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার একটি মাত্র স্টেডিয়ামে টুর্নামেন্টের সকল ম্যাচ আয়েজনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএল কর্তৃপক্ষ। দেশটির ত্রিনিদান অ্যান্ড টোবাগো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিপিএলের সকল ম্যাচ। একই সঙ্গে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার (৬ জুন) ছয় দলের স্কোয়াড প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ।
[৪] ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফট থেকে দল পেয়েছেন রশিদ খান, মার্কাস স্টয়নিস, রস টেইলর প্রবীণ থাম্বের মতো ক্রিকেটাররা। এছাড়া প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছে ৪৮ বছর বয়সী প্রবীন থাম্বে।
এদিকে সিপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় থাকায় এবারের আসরে থাকছেন না। এছাড়া ড্রাফটে ১৮ বাংলাদেশির নাম
[৫] থাকলেও দল পাননি কেউ। ফলে এবারের সিপিএলের কোন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাচ্ছে না।
[৬] এছাড়া ড্রাফটের আগেই ব্যক্তিগত কারণে এবারের সিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। ফলে এবারের সিপিএলের গেইলকেও পাচ্ছে না দর্শক।
-ক্রিকইনফো