নূর মোহাম্মদ : [২] পৃথক দুটি রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্ল মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন রিট দুটি দায়ের করেন।
[৩] এরআগে, রিটের প্রেক্ষিতে গত ১৭ জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অবসরপ্রাপ্ত হাবিলদার আবু তাহেরের ক্ষেত্রেও গেজেটটি স্থগিত করেছিলেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনানুগ না হওয়ায় ক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন।
[৪] গেল ৭ জুন ১ হাজার ১৩৪ বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। সম্পাদনা : রায়হান রাজীব