শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে হত্যা মামলার দুই আসামির আদালতে আত্নসমর্পন

যশোর প্রতিনিধি: [২] সদরের ভাতুড়িয়ার ইমরোজ ও অভয়নগরের এরশাদ বিশ্বাস হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলো শহরের চাঁচড়া গোলদার পাড়ার বাবুর ছেলে রনি ও অভয়নগরের পুড়াখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জাকির হোসেন।

[৩] সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ আকরাম হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই প্রতি পক্ষের হামলায় নিহত হয় ইমরোজ হোসেন। এ ব্যাপারে নিহতে পিতা নুর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে রনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

[৫] অপর দিকে অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলীকে গত ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ছবুরোন নেছা বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেন। জাকির হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়