শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে হত্যা মামলার দুই আসামির আদালতে আত্নসমর্পন

যশোর প্রতিনিধি: [২] সদরের ভাতুড়িয়ার ইমরোজ ও অভয়নগরের এরশাদ বিশ্বাস হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলো শহরের চাঁচড়া গোলদার পাড়ার বাবুর ছেলে রনি ও অভয়নগরের পুড়াখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জাকির হোসেন।

[৩] সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ আকরাম হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই প্রতি পক্ষের হামলায় নিহত হয় ইমরোজ হোসেন। এ ব্যাপারে নিহতে পিতা নুর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে রনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

[৫] অপর দিকে অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলীকে গত ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ছবুরোন নেছা বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেন। জাকির হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়