শিরোনাম
◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক?

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে হত্যা মামলার দুই আসামির আদালতে আত্নসমর্পন

যশোর প্রতিনিধি: [২] সদরের ভাতুড়িয়ার ইমরোজ ও অভয়নগরের এরশাদ বিশ্বাস হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলো শহরের চাঁচড়া গোলদার পাড়ার বাবুর ছেলে রনি ও অভয়নগরের পুড়াখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জাকির হোসেন।

[৩] সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ আকরাম হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই প্রতি পক্ষের হামলায় নিহত হয় ইমরোজ হোসেন। এ ব্যাপারে নিহতে পিতা নুর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে রনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

[৫] অপর দিকে অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলীকে গত ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ছবুরোন নেছা বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেন। জাকির হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়