শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে হত্যা মামলার দুই আসামির আদালতে আত্নসমর্পন

যশোর প্রতিনিধি: [২] সদরের ভাতুড়িয়ার ইমরোজ ও অভয়নগরের এরশাদ বিশ্বাস হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলো শহরের চাঁচড়া গোলদার পাড়ার বাবুর ছেলে রনি ও অভয়নগরের পুড়াখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জাকির হোসেন।

[৩] সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ আকরাম হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই প্রতি পক্ষের হামলায় নিহত হয় ইমরোজ হোসেন। এ ব্যাপারে নিহতে পিতা নুর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে রনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

[৫] অপর দিকে অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলীকে গত ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ছবুরোন নেছা বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেন। জাকির হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়