শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে হত্যা মামলার দুই আসামির আদালতে আত্নসমর্পন

যশোর প্রতিনিধি: [২] সদরের ভাতুড়িয়ার ইমরোজ ও অভয়নগরের এরশাদ বিশ্বাস হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। আসামিরা হলো শহরের চাঁচড়া গোলদার পাড়ার বাবুর ছেলে রনি ও অভয়নগরের পুড়াখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে জাকির হোসেন।

[৩] সোমবার আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ আকরাম হোসেন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন
জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই প্রতি পক্ষের হামলায় নিহত হয় ইমরোজ হোসেন। এ ব্যাপারে নিহতে পিতা নুর ইসলাম বাদী হয়ে ১৩ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশী গ্রেফতার এড়াতে রনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

[৫] অপর দিকে অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলীকে গত ২৪ মে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী ছবুরোন নেছা বাদী হয়ে জাকিরকে আসামি করে হত্যা মামলা করেন। জাকির হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে। বিচারক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়