শাহানুজ্জামান টিটু: [২] ভার্চূয়াল মাধ্যমে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান করোনা পরিস্থিতির অবনতির মধ্যে নির্বাচনের যে তারিখ নিবার্চন কমিশন দিয়েছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে মনে করে বিএনপির নীতিনির্ধারকরা। একারণে তারা এই নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
[৩] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
[৪] দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে যোগ দেয়ার আগে বলেন, করোনা এখন মহামারি আকারে সারাদেশে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপি কিভাবে নির্বাচনে অংশ নেবে। আর নির্বাচন কমিশন কিভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তা বোধগম্য নয়।
[৫] দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমাদের সিদ্ধান্ত তো আছে নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য। তাই বলে এই মহামারির মধ্যেও নির্বাচন?
[৬] স্থায়ী কমিটির বৈঠকে করোনা পরিস্থিতিতে দলের কর্মকাণ্ড বিশেষ করে মানুষকে নানা ভাবে সাহায্য সহযোগিতা করার এই ধারা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।