নূর মোহাম্মদ : [২] মানি লন্ডারিং মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম জামিন আবেদন করেছিলেন। রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে শুনানি হয়।
[৩] ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, এর আগে গত ৮ জুন নিয়মিত আদালত খোলার এক সপ্তাহ পর অথবা নিয়মিত আদালত না খুললে ৩০ জুনের পর জামিন শুনানির আদেশ দেন আদালত।
[৪] তিনি বলেন, ৩০ জুন পার হওয়ায় তারা ফের আবেদন করেন। শুনানি শেষে নিয়মিত আদালত না খোলা পর্ন্তয আবেদনটি স্ট্যান্ডওভার রাখেন আদালত। সম্পাদনা : খালিদ আহমেদ