শিরোনাম
◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ১ সপ্তাহে ২৫ বার ভূমিকম্প, বিরাজ করছে বড়সড় কম্পনের আতঙ্ক

ইসমাঈল আযহার: [২] শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লি ও এনসিআর এলাকায় ৪.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ এদিন দুপুরে দিল্লির পাশাপাশি মিজোরামেও ভূমিকম্প অনুভূত হয়ছে৷ নিউজ ১৮, ওয়ান ইন্ডিয়া

[৩] ভারতের ন্যাশানাল সেন্টর অফ সিসমোলজির পরিসংখ্যান বলছে, গত ৭ দিনে মোট ২৫ বার ভূমিকম্প হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে ৷ সংস্থাটির মতে এখন প্রতিদিন ভারতে তিন থেকে চার বার করে কম্পন অনুভূত হচ্ছে ৷

[৪] পরিসংখ্যান অনুযায়ী, ২৬ জুন দশটি ভূমিকম্প হয় ৷ মিজোরাম ১, মেঘালয় ১, লাদাখ ১, হরিয়ানা ১, জম্মু-কাশ্মীর ৬ টি কম্পন আছে ৷ ২৭ জুন হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ভূমিকম্প হয়। ২৮ জুন মণিপুরে দুটি. মেঘালয়ে ১ টি, আন্দামানে একটি কম্পন হয় ৷ ৩০ জুন ফের হরিয়ানায় দুটি , জম্মু-কাশ্মীর একটি ভূমিকম্প হয়েছিল ৷

[৫] জুলাইয়ের ১ তারিখ মেঘালয়ে ২ টি, জম্মু-কাশ্মীরে ১ টি, ২ জুলাই জম্মু-কাশ্মীরে ফের ভূমিকম্প হয় ৷ ৩ জুলাই দিল্লি এনসিআর ও মিজোরামে ভূমিকম্প হয় ৷

[৬] একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে ভারত। এ নিয়ে আশঙ্কা করছে ভরতের ভূ-বিজ্ঞানীরা। প্রায় প্রতিদিনই দিল্লি, লাদাখ, মিজোরাম, ত্রিপুরা, হরিয়ানার মতো একাধিক এলাকায় ভূমিকম্প হচ্ছে। এই প্রসঙ্গে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র রিপোর্ট বলছে, কোনও জায়গায় ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে ।

[৭] গত দেড় মাসে দিল্লি ও তার সংলগ্ন অঞ্চলে ১৮ টি কম্পন অনুভূত হয়েছে। যার মধ্যে সবগুলোর মাত্রা ছিল ২.৩ থেকে ৪.৫ স্কেলের মধ্যে ৷ ধারাবাহিক একাধিক মৃদু কম্পনের জেরে বড়সড় কোনও ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা থেকে আতঙ্কে দিন পার করছে ভরতবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়