শিরোনাম

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওমানে সরকারি চাকরি থেকে বাদ পড়ছেন ৫০ হাজার প্রবাসী

রাশিদ রিয়াজ : [২] ওমান সরকার কোভিড পরিস্থিতিতে উদ্ভুত অর্থনৈতিক সংকট সামাল দিতে প্রবাসীদের স্থলে দেশটির নাগরিকদের স্থানান্তরকে অনিবার্য বলে অভিহিত করেছে। ওমানে বসবাসরত মোট ৫০ লাখ মানুষের মধ্যে কুড়ি লাখই ভিন দেশের নাগরিক। গালফ নিউজ

[৩] তেলের দর পড়ে যাওয়াও প্রবাসীদের কর্মচ্যুতি করার আরেক কারণ বলে মনে করা হচ্ছে।

[৪] দেশটির সিভিল সার্ভিস একটি কমিটি গঠন করে যে সব প্রবাসীদের চাকুরিচ্যুতি করা হবে তাদের তালিকা প্রণয়নের দায়িত্ব দিচ্ছে। একই সঙ্গে এসব পদে ওমানি নাগরিকদের স্থলাভিষিক্ত চূড়ান্ত করবে ওই কমিটি। এজন্যে দেনাপাওনা মেটাতে মোট ব্যয়ের হিসেব নির্ধারণ করবে কমিটিটি।

[৫] ওমানের ন্যাশনাল সেন্টার ফর এমপ্লয়মেন্টের স্টিয়ারিং কমিটির প্রধান মোহাম্মদ বিন আহমেদ জানান, জনশক্তি, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীদের সমন্বয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা আরেক কমিটির মাধ্যমে এসব খাত থেকে প্রবাসীদের স্থলে ওমানি নাগরিকদের নিয়োগ দিলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারাবাহিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

[৬] কোভিড, অর্থনৈতিক সংকট ও ওমানি নাগরিকদের কর্মসংস্থানের চাপ মোকাবেলা এ ত্রিশঙ্কু অবস্থা প্রবাসীদের চাকুরিচ্যুতির মত সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করছে। ওমানি দৈনিক আল শাবিবা’কে এমন বক্তব্য দেন মোহাম্মদ বিন আহমেদ। তিনি বলেন স্বাস্থ্যমন্ত্রণায় চাচ্ছে যত শীঘ্রই সম্ভব এ পরিকল্পনা বাস্তবায়ন করতে।

[৭] ওমানের পর্যটন খাতেও কোভিডের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। গত মে মাসে সরকারি খাত ও সেনাবাহিনীর বরাদ্দে ৫ শতাংশ হ্রাসের ঘোষণা দেয় ওমান সরকার। গত মাসে ওমানের সুলতার হাইথাম বিন তারিক কোভিডের কারণে অর্থনৈতিক সংকট মোকাবেলায় একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়