লাইজুল ইসলাম : [২] প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের রাষ্ট্রিয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে। কোভিড-১৯ মহামারিতে প্রায় আড়াই মাস বন্ধ ছিলো বিমান বাংলাদেশের ফ্লাইট। এতে বিমান দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতির মুখে পরে।
[৩] অবশ্য এরমধ্যে কিছুটা সুখবরও রয়েছে। গত দুই মাস ধরে চাটার্ড ও কার্গো মোট ১০৯টিরও বেশি ফ্লাইট করেছে বিমান। এপ্রিলে ৪০, মে ৯৪ ও জুন মাসে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে সংস্থাটি।
[৪] বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক বলেন, আমাদের আয়ের চাইতে খরচ বেশি তাতো সবাই জানি। জুলাই মাসেও আমাদের ২৬৬ কোটি টাকা খরচ আছে। বিমান চলাচল না করলেও তা দিতেই হবে। আমরা আশা করি গেলো তিন মাসে যা আয় হয়েছে তার থেকে বেশি আয় হবে জুলাই মাসে।
[৫] এদিকে, বিমানের রেগুলার ফ্লাইটগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। এতে করে খুব দ্রুত ক্ষতি পুষিয়ে উঠবে বলে আশা করছেন সংস্থাটির কর্মকর্তারা। চলতি মাসে শুরু হতে যাচ্ছে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট চলাচল। আগে শুরু হয়েছে লন্ডন রুটে ফ্লাইট চলাচল। সম্পাদনা : রায়হান রাজীব