মহসীন কবির : [২] যুক্তরাষ্ট্রে একদিনে ৫১ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দেশটিতে মোট শনাক্ত প্রায় ২৭ লাখ ৮০ হাজার। মার্কিন সেনাবাহিনীর সাড়ে ১২ হাজারের বেশি সদস্যের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। করোনা ঠেকাতে অন্তত ৭টি বিমান ঘাঁটিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ডিবিসি টিভি
[৩] যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও ২৮ শতাংশ বেশি।
[৪] ব্রাজিলে মোট মৃত্যু ৬০ হাজার ছাড়িয়েছে। একদিনে ৪৪ হাজার ৮শ'র বেশি শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের। আর মোট শনাক্ত ১ কোটি ৭ লাখের বেশি। তবে সুস্থ হয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ।