দীপু তৌহিদুল : বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনাটার সিসিটিভি ফুটেজ কমপক্ষে বার দশেক খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। লঞ্চ ময়ূরী ২ এর দোষ মনে হয়নি। এটা ভালো বুঝবেন যারা দুর্ঘটনা এক্সপার্ট। সিসিটিভি ফুটেজ ভিডিওটিতে দেখা যাচ্ছে ছোট লঞ্চ এবং বড় লঞ্চটি পাশাপাশি চলছিলো। ছোট লঞ্চটাকেই মনে হলো পাশ থেকে বড় লঞ্চকে চাপ দিয়েছে, যেহেতু ছোট লঞ্চ তাই সে বড় লঞ্চের নিচে চলে গিয়েছে। সিসিটিভি’র ফুটেজটা মিথ্যা বলেছে মনে হয়নি।
খুব সাধারণ চোখে লঞ্চ দু’টোর রেস আর ধাক্কার বিষয়টা নজরে পড়ে। ময়ূরী বড় লঞ্চ, তার সামনে চলমান অবস্থায় কোনো কিছু চলে এলে, সামাল দেওয়াটা খুব কঠিন মনে করি। ট্রেন যেমন ব্রেক কষলেও কিছু পথ এগিয়ে থামে, তেমনি পানিতেও লঞ্চ হুট করে থামিয়ে দেয়া যায় না। আমাদের দেশে যেকোনো দুর্ঘটনার পর অনেক সময় আবেগবশত মূল অপরাধীকে বড় ছাড়টা দেওয়া হয়। সব চাইতে ভালো হয় এই দুর্ঘটনাটার নিরপেক্ষ বিচার হলে।
ফেসবুক থেকে