শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সোনারগাঁও পৌরসভায় ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

শাহ জালাল. [২] বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ২৯হাজার ২৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। তবে বাড়ানো হয়নি পৌর কর।

[৩] মঙ্গলবার সকালে পৌর ভবনে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত সভায় এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাদেকুর রহমান। বাজেট পাঠ করেন পৌর সচিব শামসুল ইসলাম। এসময় সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[৪] সংক্ষিপ্ত বাজেট বিবরণী থেকে জানা যায়, ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসব আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকা।

[৫] এ বিষয়ে পৌর সচিব শামসুল আলম বলেন, পৌর কর বাড়ানো হয়নি কারণ এখন মানুষের আর্থিক অবস্থা ভালো না। আগে যে হারে কর নির্ধারণ করা আছে সেটা আদায় করাই কষ্টকর হয়। আর ব্যয়ের বিষয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প বরাদ্দের হিসাব করে এই বাজেট করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা সংস্লিষ্ট খাতে ব্যয় করবো। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়