শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সোনারগাঁও পৌরসভায় ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

শাহ জালাল. [২] বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫২ লাখ ২৯হাজার ২৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা। যেখানে উন্নয়ন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ টাকা। তবে বাড়ানো হয়নি পৌর কর।

[৩] মঙ্গলবার সকালে পৌর ভবনে সামাজিক দূরত্ব মেনে সংক্ষিপ্ত সভায় এ বাজেট পেশ করেন পৌর মেয়র সাদেকুর রহমান। বাজেট পাঠ করেন পৌর সচিব শামসুল ইসলাম। এসময় সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[৪] সংক্ষিপ্ত বাজেট বিবরণী থেকে জানা যায়, ঘোষিত বাজেটে উন্নয়ন খাতেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এসব আয়ের বড় অংশের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। রাজস্ব খাত থেকে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭১ লাখ ১৫ হাজার টাকা।

[৫] এ বিষয়ে পৌর সচিব শামসুল আলম বলেন, পৌর কর বাড়ানো হয়নি কারণ এখন মানুষের আর্থিক অবস্থা ভালো না। আগে যে হারে কর নির্ধারণ করা আছে সেটা আদায় করাই কষ্টকর হয়। আর ব্যয়ের বিষয়ে তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প বরাদ্দের হিসাব করে এই বাজেট করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাথে সাথে আমরা সংস্লিষ্ট খাতে ব্যয় করবো। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়