জিএম মিজান: [২] জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায় বগুড়া সদর থানাধীন চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় পাবলিক টয়লেটের পার্শ্বে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তদের গ্রেফতার করা হয়।
[৩] গ্রেফতারকৃতদের কাছে উদ্ধার করা হয়, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো লোহার ছোড়া, একটি খাঁচকাটা লোহার রড, একটি কাঠের লাঠি। গ্রেফতারকৃতরা হলেন, মো. রুবেল (৩৯), পিতা-মৃত মন্টু খান, সাং-সূত্রাপুর রিয়াজ কাজী লেন, মো.মাইনুল ইসলাম সজল (৪০), পিতা-শাহাদাত হোসেন, সাং-খান্দার ভিআইপি রোড, মো. মনিরুল ইসলাম বারী (৪১), পিতা-মৃত আক্কেল আলী, সাং সেউজগাড়ী আমতলা মোড় ও মো.আল আমিন (৩২), পিতা-মো.শহিদুল ইসলাম, সাং চকসূত্রাপুর (কসাইপাড়া), সর্ব থানা ও জেলা-বগুড়া
[৪] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম,এ প্রতিবেদক-কে বলেন, ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩৯৯/৪০২ ধারা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ