মিনহাজুল আবেদীন : [২] কোরবানি নয়, কোভিডের মতো মহামারির সময়ে জীবনকেই বেশি গুরুত্ব দিতে হয় [৩] বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আরও বলেন, সরকারকে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন সবাই ঘরে বসে থেকেও কোরবানি দিতে পারে।
[৪] তিনি বলেন, যদি কোনো ব্যক্তি কোরবানি দিতে চায়, তাহলে তাকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই সেটা করতে হবে। মহামারিকালে কোরবানি না দিলেও কোনো সমস্যা হবে না।
[৫] মহামারির সময় নিজের জান-মালের হেফাজতের কথাই বলেছে ইসলাম। মহামারি এই সময়ে ঘরের মধ্যে আবদ্ধ থেকে, স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত বন্ধ করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে।
[৬] সরকারকে সব বিষয়ের প্রতি নজর দিতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সম্মিলিতভাবে কাজ করতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদের মহামারি থেকে রক্ষা করবেন।