সমীরণ রায় : [২] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে আরও বলেন, পাট এবং পাটশিল্পকে সুরক্ষার প্রয়োজনে এগিয়ে নেয়া যখন জরুরি, তখন ২৫টি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী।
[৩] তারা বলেন, পাটের উৎপাদন বাড়ানোর জন্য যখন কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পাটের বহুমুখী পণ্য যখন সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। করোনার কারণে পোশাকশিল্পের শ্রমিক লাখ লাখ কর্মহীন। এই সময়ে পাটকলগুলোর কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বাড়াবে। এটা কোনোভাবই কাম্য নয়।
[৪] তিনি বলেন, করোনার বিপর্যয়ে কোটি কোটি কর্মহীন মানুষ যখন অসহায়, তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে।
[৫] সোমবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। একই সঙ্গে জেএসডি নেতারা বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সম্পাদনা : খালিদ আহমেদ