শিরোনাম
◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা ◈ ভারত বাংলাদেশে নজর দিলে শক্ত হাতে জবাব দেবে পাকিস্তান ◈ দুই পক্ষের সংঘর্ষে নোয়াখালীতে নিহত ৫ ◈ সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে দুর্নীতির দায়ে ইউপি সচিব বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সচিব মো. মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। রোববার (২৮ জুন) ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

[৩] আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন থেকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

[৪] তিনি বলেন, দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে।

উল্লেখ, গত ১৬ জুন মঙ্গলবার ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়