শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে দুর্নীতির দায়ে ইউপি সচিব বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি: [২] ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন পরিষদের সচিব মো. মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। রোববার (২৮ জুন) ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

[৩] আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেওয়া ও ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন থেকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়।

[৪] তিনি বলেন, দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে।

উল্লেখ, গত ১৬ জুন মঙ্গলবার ঘুর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের সময় হাতেনাতে আটক হন ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমান। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়