শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রথম কোভিড ও নন-কোভিড রোগীকে চিকিৎসা দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-ডক্টরস’

দেবদুলাল মুন্না: [২] অনলাইনভিত্তিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনাকারী প্ল্যাটফরম ই-ডক্টরস বর্তমানে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রোগীকে অনলাইনে সেবা দিয়ে যাচ্ছেন। ২ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন।

[২] ই-ডক্টরস থেকে চিকিৎসা নিতে হলে রোগীকে তার সমস্যা নিয়ে প্রথমে ই-ডক্টরস গ্রুপে পোস্ট দিতে হয়। এরপর একজন বিশেষজ্ঞ ডাক্তারকে রোগীর নাম ট্যাগ করে দেয়া হয়। তখন সেই বিশেষজ্ঞ ডাক্তার মেসেঞ্জারের ইনবক্সে রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন। এসব তথ্য তাদের অফিসিয়াল ওয়েব পেজে আছে। রোববার ই-ডক্টরস গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন জি-নেট’কে বলেন, আমরা শুধু প্রেসক্রিপশন ও কিভাবে রোগমুক্তি করা যাবে সে পরামর্শ দিয়ে থাকি। কোনো ফি নেই না।

[৩] এপ্রিলের ২১ তারিখ ৯টি বিভাগ দিয়ে শুরু হয়েছিল এ গ্রুপের কার্যক্রম। আর এই প্ল্যাটফরমে বর্তমানে সদস্য সংখ্যা ৮০ হাজার। ই-ডক্টরসের উল্লেখযোগ্য বিভাগগুলো হলো মেডিসিন, সার্জারি, গাইনি, চর্মরোগ, শিশু, শিশু সার্জারি, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, চক্ষু, দন্ত, নাক -কান-গলা, বক্ষব্যাধি, অর্থোপেডিক, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, গাস্ট্রোএনট্রোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, অনকোলজি, ফিজিক্যাল মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, অ্যান্ডোক্রাইন ও ডায়াবেটিস, সাইকিয়াট্রি।

[৪] ই নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। চিকিৎসক দলে অন্যতম ভূমিকা রাখছেন ডা. তন্ময় সাহা, ডা. আলবার্ট সঞ্জীব মণ্ডল, ডা. ইফতেখার সিরাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়