ইসমাঈল আযহার: [২] করোনারভাইরাসের কারণে ৩ মাস বন্ধ থাকার পর শনিবার (২৭ জুন) মুসল্লিদের জন্য মিশরের সব মসজিদ পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইজিপ্ট টুডে
[৩] তিন মাস পর শনিরাব মিশরের মুসল্লিরা মসজিদে উপস্থিত হয়ে ফজরের নামাজ পড়েছেন। মিশর সরকার ৫ ওয়াক্ত নামাজের জন্য দেশটির সব মসজিদসহ অন্যান্য ইবাদতের স্থানসমূহ পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।
[৪] এই নির্দেশনার মধ্যে জুমার নামাজ অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও রবিবারে খ্রিষ্টানরাও তাদের গির্জায় উপস্থিত হয়ে ইবাদত করতে পরবে না।
[৫] বিগত দিনের মতোই মসজিদ ও গির্জাসমূহ নিয়মিত জীবাণুমুক্ত করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
[৬] সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিশরে করোনাভাইরাসে ৬২,৭৫৫ জন আক্রান্ত হয়েছে এবং এরমধ্যে ১৬,৭৩৭ জন সুস্থ হয়েছে এবং ২৬২০ জনের মৃত্যু হয়েছে।