শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনকে গণতান্ত্রিক মনে করে দেশটির ৭৩ শতাংশ নাগরিক : সিআইএ সমীক্ষা

লিহান লিমা: [২] একই সমীক্ষায় ৪৯ শতাংশ মার্কিনি নিজদেশকে গণতান্ত্রিক বলে মনে করেন।

[৩] ‘কেউই গণতন্ত্রের নিখুঁত বা সার্বজনিনতার ভান করে না।’ মন্তব্যটি করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টল চার্চিল। ব্লুমবার্গ। [৩] সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির(সিআইএ) এক সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ৭৮ শতাংশ বিশ্বাস করেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ। যে দেশগুলোকে ‘মুক্ত গণতান্ত্রিক দেশ’ হিসেবে মনে করা হয় ওই সব দেশের ৪০ শতাংশ গণতন্ত্রে বিশ্বাস করেন।

[৪] এই সমীক্ষায় থাকা প্রথম ২০টি দেশের মধ্যে ৭৩ শতাংশ চীনের নাগরিক চীনকে গণতান্ত্রিক বলে মনে করেন অন্যদিকে ৪৯ শতাংশ আমেরিকান যুক্তরাষ্ট্রকে গণতান্ত্রিক বলে মনে করেন। ভারতের ৭১ শতাংশ, ব্রিটেনের ৫৮ শতাংশ এবং সৌদিআরবের ৫৩ শতাংশ তাদের দেশকে গণতান্ত্রিক বলে মনে করেন।

[৫] ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স বলছে, যারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বসবাস করেন তারা এটি মনে করেন না যে তারা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আছেন। গণতন্ত্রে বিশ্বাসী এবং যারা মনে করেন তারা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে রয়েছেন উভয় দলই ‘গণতান্ত্রিক ঘাটতি’ অনুভব করেন।

[৬] ৫৩টি দেশের ১ লাখ ২৪ হাজার জনগণের ওপর চালানো ডালিয়া রিসার্চের সমীক্ষায় দেখা গিয়েছে, বেশিরভাগ নাগরিক মনে করেন তাদের দেশ নিজেদের নাগরিকদের গণতান্ত্রিক আদর্শকে সম্মান করতে ব্যর্থ হয়েছে।

[৭] ২০২০ এবং ২০১৯ সালে সমীক্ষা চালানো এই ৫৩টি দেশেই মুক্ত সমাজব্যবস্থা সত্ত্বেও কিছু গণতান্ত্রিক অগ্রগতি ও অন্যান্য লক্ষ্য অর্জনের কিছু ঘাটতি রয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়