শিরোনাম
◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে কোভিড-১৯ আক্রান্ত প্রতি ৪ জনে সুস্থ হচ্ছেন ১ জন

আহমেদ শামীম: [২] সিলেট বিভাগে গত ৫ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর থেকে আজ ২৬ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৯১০ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। ইতোমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৯৭০ জন।

[৩] এ হিসেবে দেখা যায়- করোনাক্রান্ত প্রতি ৪ জনে সুস্থ হচ্ছেন ১ জন। তাদের মধ্যে অধিকাংশ করোনা শনাক্ত রোগী বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম একমাত্র তারাই হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সিলেটে যেসব করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, তারা অধিকাংশই ছিলেন নানা জটিল রোগে আক্রান্ত।

[৪] স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাদেরকে ভীড় এড়িয়ে চলা ও যথাসম্ভব বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

[৫] আতঙ্ক না ছড়িয়ে, সতর্কতার সহিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা মোকাবেলা করা অনেকটা সম্ভব।

[৬] এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন। একজনের ফলোআপ পরীক্ষায় পজেটিভ আসে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৯২ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২জন ও মৌলভীবাজারে ৩৮৬ জন।

[৮] এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন ২৫৩ জন। এর মধ্যে সিলেটে ৮৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৬ জন।

[৯] এদিকে সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৩২২, সিলেটে ৩১০, হবিগঞ্জে ১৮৮ ও মৌলভীবাজারে ১৫০ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩ জনের মধ্যে সিলেটে ৪৮ জন, মৌলভীবাজারে ৪জন, সুনামগঞ্জে ৫জন ও হবিগঞ্জে ৬জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়