শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:৩৩ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে কোভিড-১৯ আক্রান্ত প্রতি ৪ জনে সুস্থ হচ্ছেন ১ জন

আহমেদ শামীম: [২] সিলেট বিভাগে গত ৫ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর থেকে আজ ২৬ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৯১০ জন। এর মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। ইতোমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৯৭০ জন।

[৩] এ হিসেবে দেখা যায়- করোনাক্রান্ত প্রতি ৪ জনে সুস্থ হচ্ছেন ১ জন। তাদের মধ্যে অধিকাংশ করোনা শনাক্ত রোগী বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম একমাত্র তারাই হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সিলেটে যেসব করোনা আক্রান্ত রোগী মারা গেছেন, তারা অধিকাংশই ছিলেন নানা জটিল রোগে আক্রান্ত।

[৪] স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- স্বাস্থ্যবিধি না মানায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। যাদের শরীরে অন্যান্য রোগ রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাদেরকে ভীড় এড়িয়ে চলা ও যথাসম্ভব বাসায় থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

[৫] আতঙ্ক না ছড়িয়ে, সতর্কতার সহিত স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা মোকাবেলা করা অনেকটা সম্ভব।

[৬] এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন। একজনের ফলোআপ পরীক্ষায় পজেটিভ আসে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৯২ জন, সুনামগঞ্জে ৯১০ জন, হবিগঞ্জে ৫২২জন ও মৌলভীবাজারে ৩৮৬ জন।

[৮] এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন ২৫৩ জন। এর মধ্যে সিলেটে ৮৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৬ জন।

[৯] এদিকে সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৩২২, সিলেটে ৩১০, হবিগঞ্জে ১৮৮ ও মৌলভীবাজারে ১৫০ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩ জনের মধ্যে সিলেটে ৪৮ জন, মৌলভীবাজারে ৪জন, সুনামগঞ্জে ৫জন ও হবিগঞ্জে ৬জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়