মুহাম্মদ দেলোয়ার, রাঙ্গুনিয়া : [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী আবু তাহের প্রকাশ বাইল্লাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
[৩] গতকাল (২৫ জুন) সন্ধায় উপজেলার দক্ষিণ সরফভাটার মীরেরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।
[৪] রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল হোসাইন জুয়েল বলেন, বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
[৪] তিনি বলেন, তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রযেছে। এছাড়া, ২০১৭ সালে ব্রাক ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ও বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিলো।
[৫] শুক্রবার (২৬ জুন) দুপুরে পূর্বের বিভিন্ন মামলা দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি