সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে সরকারের পূর্ব প্রস্তুতি ছিলো না, এ কথা বলে বিএনপি জাতিকে মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে? এটা হতে পারে না। চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো দেশের পূর্ব প্রস্তুতি শতভাগ ছিলো?
[৩] সরকার তথ্য গোপন করছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের এ উন্মুক্ত প্রবাহকালে তথ্য গোপনের কোনো সুযোগ নেই। সরকারের সে ইচ্ছেও নেই।
[৪] তিনি আরও বলেন, নানান সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশই সক্ষমতা অর্জন করছে। দেশে প্রায় সোয়া লাখ মানুষ আক্রান্ত হয়েছে, এরমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ্য হয়েছে। নেতিবাচকতা বিএনপিকে এতটাই গ্রাস করেছে যে, তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়।
[৫] কাদের বলেন, করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসায় যে সব সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে, সেগুলোর যথাযথ বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা জরুরী।
[৭] শুক্রবার তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব একথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব