স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] মৌলভীবাজার জেলায় দুই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬৮ জন। নতুন শনাক্তদের বেশীরভাগ জেলার সদর উপজেলার।
[৩] মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানান, এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন এবং মারা গেছেন ৪ জন।
[৪] গতকাল জেলায় শনাক্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪৫ জন এবং মঙ্গলবার ২৩ জন। আজকের ২৩ জনের মধ্যে কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৪ জন, রাজনগরে ৩ জন, কমলগঞ্জে ১ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ।
[৫] এর আগে গতকাল জেলায় আক্রান্ত হন ৪৫ জন। তাদের মধ্যে সদরে ১৬ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, কমলগঞ্জে ৭জন, শ্রীমঙ্গলে ৫ জন এবং বড়লেখায় ৮ জন, জুড়িতে ৩ জন, রয়েছেন।