শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদে কে বিরোধী দল তার রুলিং চাইলেন রাঙ্গা

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় পাটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সংসদে ডেপুটি স্পীকারকে উদ্দ্যেশ্য করে বলেন, মাননীয় স্পীকার জাতীয় সংসদে আসলে কে বা কারা বিরোধী দল তা পরিস্কার হওয়া দরকার। তিনি বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের নাম উল্লেখ না করে বলেন যিনি বেরিয়ে গেলেন তিনি প্রায়ই বলেন তিনি নাকি বিরোধী দলের। উনি কি বিরোধী দলের নাকি জঙ্গীদল বা জামাতী দলের তা সুস্পষ্ট হওয়া দরকার।

[৩] মো. মসিউর রহমান রাঙ্গা বাজেট আলোচনায় মঙ্গলবার জাতীয় সংসদে এসব কথা বলে রুলিং চান। তিনি বলেন, এতিমদের পয়সা মেরে যিনি আসামী তাদের কথা সংসদে বলে তিনি কি বুঝাতে চেয়েছেন। সাজাপ্রাপ্ত আসামী ২ জনকে নিয়ে উনি সংসদ থেকে বের হয়ে যাবার আগে যে বক্তব্য দিয়েছেন তা এক্সপাঞ্জ করতে বলছি। তিনি বলেন, আজ সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলা হয়। অথচ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিরোধী দলের সংসদ সদস্য শুধু নয় তাদের সন্তান ও তাদের পরিবারেরও নিরাপত্তা ছিলো না। ওই সময় আমার ছেলেকে আটক করে পিটিয়েছে। তারা কেয়ারটেকারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার ড্রাইভারকে পিটিয়েছে। আমার রংপুরের বাসা ছাত্রদলের ছেলেরা ১ বছর দখল করে রেখেছে। আমি সংসদে বলার পর ওই সময় স্পীকার জমিরউদ্দীন সরকার বিএনপির আইনমন্ত্রীকে বলেছিলেন কেন এমন হচ্ছে। তার কোন প্রতিকার পাইনি।

[৪] রাঙ্গা বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা, উপনেতা আমাদের। আর আমি হচ্ছি বিরোধী দলীয় চীফ হুইপ। এতো কিছুর পর উনি (হারুনুর রশীদ) বলেন তিনি নাকি বিরোধী দল। এর একটা সুরাহা হওয়া দরকার।

[৫] তিনি স্বাস্থ্য খাতে আরও অর্থ বরাদ্দের দাবি জানান । সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়