জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] এখন পর্যন্ত করোনায় মারা গেছে মোট ১৪৮ জন। এছাড় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৯৭ জনে। মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।
[৩] তিনি জানান, গতকাল সোমবার চট্টগ্রামের পাঁচ ল্যাবে ৯২৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২১৭ জনের মধ্যে ১৬৪ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় নগরীর ২৯ জন ও উপজেলা পর্যায়ের ২৬ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া ৯ জন নগরীর ও ১১ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া নগরীর ২৯ জন ও বিভিন্ন উপজেলার ১১ জনের পজিটিভ পাওয়া গেছে।
[৪] চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯০ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ পাওয়া ৭২ জন নগরীর ও চারজন উপজেলার বাসিন্দা।
[৫] ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া নগরীর ২৫ জন ও একজন উপজেলার বাসিন্দা।
[৬] গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন করে আক্রান্ত হওয়া ৫৩ জনের মধ্যে লোহাগাড়ার ৬, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৮, চন্দনাইশের ৭, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ৯, হাটহাজারীতে ৫ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছে। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭৯৪ জন করোনায় আক্রান্ত রোগী। সম্পাদনা: জেরিন আহমেদ