শিরোনাম
◈ প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দে‌বেন ১১ ডিসেম্বর, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির জা‌র্সিতে ইং‌লিশ লি‌গে হালান্ডের শত গোলের রেকর্ড  ◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা  ◈ টাকা দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা, সর্বস্বান্ত হয়েছেন অনেকে ◈ মারা গে‌ছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রবিন স্মিথ ◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনের কোভিড-১৯ এ আক্রান্ত, মৃত্যু ৪

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] এখন পর্যন্ত করোনায় মারা গেছে মোট ১৪৮ জন। এছাড় এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৯৭ জনে। মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি জানান, গতকাল সোমবার চট্টগ্রামের পাঁচ ল্যাবে ৯২৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২১৭ জনের মধ্যে ১৬৪ জন নগরের ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৪ জনের নমুনা পরীক্ষায় নগরীর ২৯ জন ও উপজেলা পর্যায়ের ২৬ জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া ৯ জন নগরীর ও ১১ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া নগরীর ২৯ জন ও বিভিন্ন উপজেলার ১১ জনের পজিটিভ পাওয়া গেছে।

[৪] চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯০ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ পাওয়া ৭২ জন নগরীর ও চারজন উপজেলার বাসিন্দা।

[৫] ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া নগরীর ২৫ জন ও একজন উপজেলার বাসিন্দা।

[৬] গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন করে আক্রান্ত হওয়া ৫৩ জনের মধ্যে লোহাগাড়ার ৬, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৮, চন্দনাইশের ৭, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৫, রাউজানের ৯, হাটহাজারীতে ৫ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছে। চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৭৯৪ জন করোনায় আক্রান্ত রোগী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়