সাইফ ইবনে রফিক : আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। যেটা আমার বাপের ছিল। শ্বশুরের ছিল। বাঙালি মধ্যবিত্তের বড় একটা অংশের এই আওয়ামী অনুভূতি ছিল। এরা কেউ পোস্ট-পদবির জন্য আওয়ামী লীগ সাপোর্ট করতো না।
স্বাধীনতার ৫ বছরের মধ্যেই শুরু হয় আওয়ামী বিরোধিতার পিক আওয়ার। প্রাতিষ্ঠানিকভাবেই এড়ানো হয় মুক্তিযুদ্ধের ইতিহাস।
সত্তর-আশি বা নব্বই দশকের সেই বৈরি সময়ে ঘরে-বাইরে পারিবারিক আড্ডায় গল্পগুজবে আমার বাপ-চাচাদের সামনে কেউ আওয়ামী বিরোধিতা করতে পারতো না।
এরাই পরম্পরায় আমাদের প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনার বীজ বপন করে গেছেন।
শুভ জন্মদিন আওয়ামী লীগ।
একাত্তর বছর পুরনো সংগঠনে সেই অনুভূতিটা ফিরে আসুক।
ফেসবুক থেকে