রাজু চৌধুরী : [২] চট্টগ্রামে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকা থেকে ৫৬০ কেজি নকল ব্লিচিং পাউডারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- হেনরি রিবেরো ওরফে হেনরি কামাল (৪৮), মো. নুর নবী (৪৬) ও মো. মিজান (৩৮)।
[৩] ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী বাজারের সেনোয়ারা গেস্ট হাউজের চতুর্থ তলার একটি কক্ষ থেকে নকল ব্লিচিং পাউডার প্যাকেটজাত করার সময় হাতে নাতে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, করোনা আতংকে থাকা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চুনা সদৃশ বস্তু নিউ বিদ্যুৎ ব্লিচিং পাউডারে নামে প্যাকেটজাত করা হচ্ছিল। কোম্পানির নাম লেখা হয়েছে নিউ বিদ্যুৎ কেমিক্যাল কোম্পানি। ব্লিচিং পাউডারের নামে এসব আসলে কি প্যাকেটজাত করছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।