শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে পেঁয়াজের কেজি ১৫ টাকা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: [২] চুয়াডাঙ্গা জেলার জীবননগর পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে জীবননগরে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।

[৩] বিশেষ বরাত কে জানা যায়, হিলি স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর ও দর্শনা রেলবন্দর দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টন পেঁয়াজ আমদানি বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় পেঁয়াজের দাম কমে এসেছে সাধারণ মানুষের একেবারে হাতের নাগালে।

[৪] সোমবার জীবননগরের বিভিন্ন কাঁচামাল আড়ত গুলোতে সরোজমিনে গিয়ে দেখা যায়, সেখানে পেঁয়াজ ১২ থেকে ১৩ টাকা দরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতে দেখা যায়। এছাড়াও জীবননগর উপজেলা বিভিন্ন অংশে মাইকিং এর মাধ্যমে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।

[৫] জীবননগর কাঁচামাল ব্যবসায়ী মোঃ বাবলুর রহমান বলেন, ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম এত কম হয়ে গেছে। এছাড়া তিনি আরো বলেন ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কমলেও পেঁয়াজের গুণগতমান সঠিক নয়। তাছাড়া পচনশীল পিঁয়াজের পরিমাণ ও বেশি।

[৬] আরেকজন কাঁচামাল ব্যবসায়ী খালীকুজ্জমান বলেন, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ দামে কম হলেও এই পেঁয়াজের গুণগতমান দেশি পেঁয়াজের থেকে অনেক কম। কারণ ভারত থেকে আসা পেঁয়াজ দ্রুত পচনশীল হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা অসম্ভব।

[৭] আর এই বিষয়ে জীবননগর উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বলেন, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কম দামে বিক্রি হওয়ার ফলে অর্থনৈতিক ভাবে সঙ্কটে পড়তে পারে বাংলাদেশে পেঁয়াজ চাষিরা। যার ফলে পেঁয়াজ চাষিরা যেমন পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে অপরদিকে কোন কারণে ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হলে পূর্বের মতো পেঁয়াজসংকট দেখা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়