শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন 

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং kn ৯৫ মাস্কসহ আটক ১

রাজু চৌধুরী : [২] সোমবার রাাতে তাকে আটক করে র‌্যাব৭।

[৩] র‌্যাব-৭ অধিনায়ক লে: কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মহানগরীর কতিপয় অসাধু ব্যক্তি নকল হ্যান্ড স্যানেটাইজার ও অনুমোদনহীন মাস্ক অধিক মূল্যে বিক্রয় করছে।

[৩] বিষয়টি র‌্যাব-৭ এর নজরে এলে এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। গোয়েন্দা নজরদারীর একপর্যায়ে নকল হ্যান্ড স্যানেটাইজার ও নিম্নমানের মাস্ক অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। সেই প্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গত ২১ জুন রাতে র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন বিবিরহাট মেইন রোডস্থ নাহার হার্ডওয়্যার এন্ড ইলেক্ট্রিক নামীয় দোকানের সামনে ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে। এই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামি মো. আমজাদ হোসেন (৩৪), পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং- নন্দিরহাট, কার্টুন ফ্যাক্টরীর পাশে ওয়ার্ড নং-০১, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম বর্তমানে সাং- বিবিরহাট, কাঁচা বাজার, ১নং রোড, শাহ-আলম বিল্ডিং, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে।

[৪] পরবর্তীতে দোকান তল্লাশি করে দোকানে সাজানো প্লাস্টিকের জ্যারিকেন ও প্লাস্টিকের বোতলে ৩৫ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার এবং বিপুল পরিমান অনুমোদনহীন নিম্নমানের kn ৯৫, মাস্ক উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়