শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭২৪, মৃত্যু বেড়ে ৫০

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিভাগে আরও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৫৬ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। একই সময় মারা গেছে আরও দুইজন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৫৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী।

[৩] সোমবার (২২ জুন) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

[৪] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ২৭ জন, নাটোর ১৩ জন, জয়পুরহাট ১ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ৭ জন ও পাবনায় ১ জন। তবে বিভাগের অপর জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান। ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২ হাজার ১৯৪ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নওগাঁয় ২৩৯ জন, নাটোরে ১৪৮ জন, জয়পুরহাটে ২৫৪ জন, সিরাজগঞ্জে ২৬৮ জন ও পাবনায় ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৫] তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ৩৩ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

[৬] তবে রাজশাহীতে একজন মারা যাওয়ার তথ্য এ প্রতিবেদনে নেয়। সেটি রাজশাহী সিভিল সার্জনের প্রতিবেদনে রয়েছে। রাজশাহীতে মৃতের সংখ্যা হবে চারজন। ফলে বিভাগে মৃতের সংখ্যা হবে ৫০ জন। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়