লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ সংক্রমনের পর সারাবিশ্বেই বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয়ে যায় দেশে ফেরার সুযোগ। লকডাউনে পরতে হয় পর্যটক ও কর্মীদের। কিছুদিন পর বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করে প্রায় প্রত্যেকটি দেশ।
[৩] তারই ধারাবাহিকতায় সৌদি থেকে রাত ৯টা ৩৫ মিনিটে দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া পর্যটক ও কর্মরতরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, সরকারের নির্দেশনায় আমরা ফ্লাইট পরিচালনা করেছি। তাদের দেশে ফিরিয়ে আনাই আমাদের কাজ ছিলো। সেটা আমরা করেছি।
[৪] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, আমাদের কাছে নির্দেশনা ছিলো রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট আসছে। এরা সবাই সৌদি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতিক্রমে দেশে ফিরে এসেছেন।
[৫] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. হাসান কাওসার বলেন, যারা এসেছেন তাদের সবার কাছে কোভিড-১৯ পিসিআর টেস্ট নেগেটিভ রিপোর্ট আছে। তাই এদেরকে হোম কোয়ারেন্টাইনে দেয়া হবে।