শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্যাভাব-অর্থাভাবে মানবেতর দিন কাটছে তৃতীয় লিঙ্গের মানুষদের

লাইজুল ইসলাম : [২] রাজধানীর মগবাজার, মিরপুর, উত্তরা, রামপুরা, বাড্ডাসহ শহরের নানা জায়গায় বাস এ সম্প্রদায়ের। তবে, ঢাকায় কতজন ট্রান্স জেন্ডার বসবাস করেন তার কোনো নির্দিষ্ট হিসেব নেই।

[৩] মগবাজারের হুররাম সজিব বলেন, আমরা খুবই সংকটের মধ্য দিয়ে সময় পার করছি। বাসায় খাবার যা আছে তা দিয়ে কোনো ভাবে হয়তো দুই দিন চলবে। কিন্তু এই মগবাজারের এমন অনেকে আছেন যাদের ঘরের জিনিসপত্র, গয়না বিক্রি করে চলতে হচ্ছে। আগের মতো এখন আর সাহায্য পাওয়া যাচ্ছে না।

[৪] উত্তরার আলেয়া হিজড়া বলেন, আমার এখানে অনেকে থাকে। তাদের সবার খাবারের ব্যবস্থা করতে এখন হিমশিম খাচ্ছি। উচ্চবিত্তরা এগিয়ে না আসলে আমরা কোথায় যাবো?

[৫] মিরপুরের শোনালী হিজড়া বলেন, আমরা নয় জন এক সঙ্গে থাকি। গত তিন মাসের ওপরে আমরা বাসায় বন্দি। কিছুতেই কিছু করতে পারছি না। সহযোগিতা যা পেয়েছি তা দিয়ে এতদিন চলেছে এখানকার হিজড়ারা। আমি এত দিন বাড়িতে ছিলাম। এসেছি মাত্র ঢাকায়। কিন্তু এসেই সমস্যায় পরতে হচ্ছে। সবার অবস্থা খুবই খারাপ।

[৬] বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র জনসংযোগ কর্মকর্তা রুহুল রবিন খান বলেন, এখন সারা দেশে সাড়ে তিন হাজার জনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাওয়া গেছে। তাদের সাহায্য করার কাজ চলছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়