শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়ম না মানার অভিযোগ গণপরিবহনের বিরুদ্ধে

মৌরী সিদ্দিকা : [২] কোভিড-১৯ এর প্রভাবে দেশের সকল গণপরিবহন বন্ধ ছিলো। গণপরিবহন চালু হওয়ার ২১ তম দিনে রাজধানীতে বিশৃঙ্খলভাবে চলছে বাসগুলো এমনই অভিযোগ উঠেছে। যাত্রীরা বলছে, বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছে না। ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

[৩] যাত্রীদের অভিযোগ, গণপরিবহনে প্রথম দিকে নিয়ম মেনে চললেও এখন স্বাস্থ্যবিধি মোটেও মানা হচ্ছে না। বাসের চালক, সহকারি মাস্ক ব্যবহার করছে না। যাত্রীর গায়ে হাত দিয়ে বাসে তোলা হচ্ছে, ঠিক মতো স্প্রে না করে বাসে তোলা হচ্ছে।

[৪] গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তারা স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু নিয়মিত স্প্রে করা সম্ভব হচ্ছে না বলেও স্বীকার করেন তারা।

[৫] বাসের এক সহকারি বলেন, আমরা বার বার নিষেধ করলেও অনেক সময় ভাই-বোন বা বন্ধুরা একসঙ্গে উঠলে পাশাপাশি সিটে বসছে। সব যাত্রীও মাস্ক পরে না। সংকট থাকায় হ্যান্ড স্যানিটাইজার সবসময় দেয়া হচ্ছে না, স্প্রে করা হচ্ছে না। তবে আমরা অতিরিক্ত যাত্রী নিচ্ছি না। অনেক সময় একই পরিবারের একাধিক যাত্রী ওঠেন, তারা পাশাপাশি বসেন। এজন্য অনেকে মনে করেন অতিরিক্ত যাত্রী তুলি, যেটা ঠিক নয়।

[৬] রাজধানীর বেশিরভাগ গণপরিবহনেরই একই অবস্থা। সড়কে প্রতিযোগিতা ও পাল্লা দিয়ে চালানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানার পাল্লাও বেশ ভারী। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়