তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] শুক্রবার (২০ জুন) রাত ৮ টার দিকে উপজেলার পুলেরঘাট মাইজহাটি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
[৩] নিহত আহাব উদ্দিনের বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের ষাটকাহন গ্রামে। তিনি কালিয়াচাপড়া চিনিকলের সাবেক সিকিউরিটি গার্ড ছিলেন।
[৪] পুলিশ জানায়, রাত ৮ টার দিকে ভৈরবের দিক থেকে আসা একটি সিএনজি ও কটিয়াদীর দিকে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক আহাব উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সম্পাদনা: জেরিন আহমেদ