শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ গোল হজম করা গোলরক্ষক পেলেন ম্যাচ সেরার পুরস্কার

এল আর বাদল : [২] দশ গোল কিংবা এর থেকেও বেশি গোল হজম করা ফুটবলে নতুন কিছু নয়। রাশিয়ান প্রিমিয়ার লিগে গত শুক্রবার সোচির বিপক্ষে রোস্তভের ১০-১ গোলের হারে তাই অবাক হওয়ার কিছু নেই। কিন্তু একটা বিষয় আবজ মনে হবে সবার কাছে। এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ১০ গোল হজম করা রোস্তভের গোলরক্ষক ডেনিশ পোপভ।

[৩] করোনা প্রাদুর্ভাবের মাঝেই রাশিয়ায় শুরু হয়েছে ফুটবল লিগ। গত বুধবার রোস্তভের ৬ ফুটবলারের দেহে করোনাভাইরাস উপস্থিতি ধরা পড়ে। তাই বাধ্যতামূলকভাবে ওই ছয় ফুটবলারকে কোয়ারেন্টাইনে যেতে হয়।- তাস/ দেশরুপান্তর

[৪] দলের মূল ৬ জন ফুটবলার না থাকায় সমস্যায় পড়ে যায় রোস্তভ। তাই সোচির বিপক্ষে ম্যাচ স্থগিত রাখার অনুরোধ করেন রোস্তভের সভাপতি আরতাশে আরুতাইয়ুনায়ান্তস। কিন্তু সোচি ক্লাব কর্তৃপক্ষ তার অনুরোধ রাখেনি।

[৫] বাধ্য হয়ে সোচির বিপক্ষে নিজেদের একাডেমির তরুণ ফুটবলারদের মাঠে নামায় রোস্তভ। এ ম্যাচে রোস্তভের একাদশে থাকা সব ফুটবলারের অভিষেক হয় প্রিমিয়ার লিগে। তবে সোচির অভিজ্ঞ ফুটবলারদের সামনে দাঁড়াতে পারেনি একাডেমির ফুটবলাররা। শেষমেশ ম্যাচটা রোস্তভ হারে ১০-১ ব্যবধানে।

[৬] পুরো ম্যাচে রোস্তভের গোলরক্ষক ডেনিশ পোপভ যেন চোখে সরষে ফুল দেখছিলেন। যে ১০ গোল হজম করেছেন এর মধ্যে ছিল একটি পেনাল্টি। তবে ১৭ বছর বয়সী এই গোলরক্ষক অবশ্য অনেকগুলো সেভ করেন। সোচির ফুটবলাররা রোস্তভের পোস্টে মোট ৪১ শট নেয়। ডেনিশ পোপভের নৈপুণ্যেই হারের ব্যবধানটা তাদের ১০-১ গোলের বেশি হয়নি। তাই ম্যাচসেরার পুরস্কারটাও হাতে উঠেছে পোপভের। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়