শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরেবন্দী থেকে ফিটনেস হারাচ্ছে মোস্তাফিজুর

রাহুলরাজ :[২] মোস্তাফিজুর রহমান ক্রিকেট মহলে কাটারমাস্টার নামেই পরিচিত। সামনেই টি-টোয়েন্টিবিশ্বকাপ। সেই আসরে বোলিং বিভাগে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্রের নামফিজ।

[৩] ৪১ টি-টোয়েন্টি খেলে তার ঝুলিতে রয়েছে ৫৮ টি উইকেট। ২২ রানে ৫ উইকেট এই বাঁহাতি বোলারের সেরা অর্জণ। টি-টোয়েন্টিক্যারিয়ারে উইকেট তোলার তালিকায় বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে এই সাতক্ষীরা ২৮ বছরের তরুণ। ৯১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।

[৪]আইপিএল ও কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার নামের পাশে। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি একদিনের আন্তর্জাতিকএবং টেস্টের অভিষেকে 'ম্যান অফ দ্যা ম্যাচ' পুরস্কার লাভকরেন। আইসিসি ঘোষিত ২০১৫ সালে বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।

[৫]এতো আলোছড়ানো খেলোয়াড়কে নিয়েপ্রশ্ন ওঠে, ভারতেরমাটিতে কোহলিদেরবিপক্ষেতিনটি-টোয়েন্টিম্যাচে যখন তাকে থাকতে হয়েছিল উইকেট শূণ্য। ঘরের মাঠে বিপিএলে ডাসুনসানাকারেরমত অখ্যাত শ্রীলঙ্কার ব্যাটসম্যান যখন পরপর চার বলে চার ছক্কা হাকান।

[৬]তখন অন্য ব্যাটসম্যানদের বুঝতে বাকি থাকেনাফিজের বোলিং এর ধার আর আগের মত নেই। নিরভয়েই খেলাযায়তাকে। ক্যারিয়ারেরশুরুর বোলিংইকোনমি থাকতো পাঁচের নিচে সেখানে গত দুবছরতারইকোনমি ৮ এরকাছে। ইয়োরকার দেবার দক্ষতা কমে গিয়ে প্রায় ৭২ শতাংবল ফেলছেনশটপিজে।

[৭]বর্তমানসিরিজ গুলোতে স্লোয়ার ও লেটকাটদিতে দেখা গেছে কালেভাদ্রে বর্তমানে সাতক্ষীরার নিজবাড়িতে অবস্থান করছেন। ফিট থাকতেবাড়ির উঠানে কয়েকদিন পরিবারের সদস্যদের সাথে সমান্য সময়ফুটবল খেললেওবর্তমানে আম্ফান ও ঘূর্ণিঝড়ের পর থেকে গত কয়েকসপ্তাহে সাতক্ষীরায় বৃষ্টিরকারণে পুরোপুরি ঘরবন্দী তিনি।

[৮] মোস্তাফিজুরজানান, লকডাউনের কারণে ওয়ার্কআউটের সুযোগ পাচ্ছিনা। আমাদের ফিজিওঘরে থেকেই আমাকে কিছু কাজ দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করছি। এমন অবস্থা থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সহজ হবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়