শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাংক মালিকদের বেতন কমানোর সিদ্ধান্ত অবৈধ বলে মনে করছে ব্যাংকার্সরা

বিশ্বজিৎ দত্ত : [২] এ বিষয়ে শুক্রবার ৮টি ব্যাংকের এমডির সঙ্গে কথা হয়। তাদের দাবি ব্যাংকগুলো কম বেশি সবাই লাভ করেছে। এমনকি পদ্মা ব্যাংকও লাভ করেছে। হয়তো আগের মতো লাভ হয়নি। কারো করো অবশ্য আগের চেয়েও ভাল হয়েছে। এই মুহুর্তে কর্মচারীদের বেতন কমিয়ে দিলে ব্যাংকিং খাতে আরো সমস্যার সৃষ্টি হবে। তা ছাড়া মালিকদের সংগঠন এভাবে কোন নোটিশ ব্যাংকে পাঠাতে পারে না। এটা অবৈধ।

[৩] এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক শাহেদ রেজা শিমুল জানান, আমাদের ব্যাংকে আমরা বেতন কমাইনি। যদি প্রয়োজন হয় তবে অন্য খরচ কমিয়ে তা ম্যানেজ করা হবে।

[৪] প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আজম জে চৌধুরী কর্মচারিদের বেতন কমানোর বিপক্ষে। তিনি বলেন যদি সমস্যা হয় তবে অন্যান্য খরচ কমিয়ে দিয়ে তা সমাধান করা যাবে। তার মতে ব্যাংকের ৮০ ভাগ অর্থতো কর্মচারীরাই নিয়ে আসে।

[৫] একজন এমডি বলেন, কর্মচারীদের বেতন কি হবে তা নির্ধারণ করবে সেই ব্যাংকের বোর্ড । সুতরাং বললেই কিছু হয়ে যাবে এমন নয়।

[৬] শুক্রবার পর্যন্ত ৪৮টি ব্যাংকের মধ্যে ৪টি ব্যাংকের কর্মচারীদের বেতন কমানো খবর পাওয়া গেছে। এগুলো হলো, এক্সিম ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া ও এবি ব্যাংক। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়