শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে সাড়ে ৪ লাখ মানুষের জীবন নিল করোনা

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মারা গেলেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। দেশ রূপান্তর

শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুসারে, বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ২২৪ জন।

বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি যুক্তরাষ্ট্রেরই, দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ২০ হাজার ছুঁই ছুঁই। সাড়ে ৪৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দ্বিতীয়স্থানে আছে যুক্তরাজ্য। তৃতীয়স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৪২ হাজার ছাড়িয়েছে।

৩৪ হাজার ৪৪৮ মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে যুক্তরাজ্য। এরপরেই ফ্রান্সে মারা গেছেন ২৯ হাজার ৫৫৭ জন।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৪ লাখ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।

এই তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে।

দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল ৯ লাখ ৬০ হাজার। ৫ লাখ ৫৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে তৃতীয়স্থানে আছে রাশিয়া।

এরপরেই ভারতে আক্রান্ত ৩ লাখ ৬৭ হাজারের বেশি লোক। দেশটিতে মারা গেছেন ১২ হাজার ২৬২ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই করছে।

এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই করছে। এর মধ্যে মৃতের সংখ্যা তেরোশ ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়