শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ও জাতীয় শ্লোগান বিকৃতি করে হুমকি, থানায় অভিযোগ !

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ কে বিকৃতি করে হুমকি প্রদানের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। একটি সামাজিক সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শ্লোগানকে বিকৃতি করে হুমকি প্রদান করে মো.মুছা নামে এক যুবক।

[৩] এই ঘটনায় রাঙ্গামাটি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে এই যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানেরও অভিযোগ করা হয়।

[৪] ঘটনার বিবরণে জানা যায়, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিলফুল ফুজুল তরুন সংঘের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মো.মুছা (তার ব্যবহৃত ফেসবুক আইডি আ. জ. ম মুছা) হুমকি দিতে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় শ্লোগানকে বিকৃতিভাবে ব্যবহার করে। সে লিখেছে ‘‘বাংলাদেশ-জিন্দাবাদ’’ একইসাথে ঠিক এই লাইনের নিচেই লিখেছে ‘জয় বাংলা, শেখ মজিব’। বঙ্গবন্ধুর নামটিও যেমন শুদ্ধ করে লেখেনি তেমনি জয় বাংলার পরে জয় বঙ্গবন্ধু না লিখে উভয় শ্লোগানকে বিকৃতি করেছে।

[৫] অভিযোগে আরো জানা যায়, রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকার মো.শফির ছেলে মো.মুছা (২৭) দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক ও অসামাজিক কার্য কলাপের সাথে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে মহসিন কলোনী এলাকায় সরকারি উন্নয়ন কাজে বাধা দানেরও অভিযোগ রয়েছে। সে রিজার্ভ বাজার এলাকায় ইয়াবা ব্যবসার সাথেও জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

[৬] অভিযোগকারী একই এলাকার বাসিন্দা মুহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু আমার আবেদনের প্রেক্ষিতে রাতে লোকজনের চলাচলের সুবিধার্থে এলাকায় একটি সোলার প্রদান করেন। এর আগে আমার আবেদনের প্রেক্ষিতে মসজিদের জন্যও একটি সোলার দিয়েছিলেন। এলাকায় সোলার বসাতে শ্রমিকরা কাজ শুরু করলে মুছা তার দলবল নিয়ে এটি বসাতে বাধা প্রদান করে। তার বাধার কারণে এটি বসানো সম্ভব হয়নি। এই ঘটনার বেশ কিছুদিন পর এলাকার সংগঠনের ম্যাসেঞ্জার গ্রুপে আমাকে উদ্দেশ্য করে হুমকিও প্রদান করে। এই হুমকি দিতে গিয়ে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় শ্লোগানকেও বিকৃতি করেছে। রুবেল আরো জানায়, মুছা একসময় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিল। বর্তমানে সে আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করছে বলে জানতে পেরেছি।

[৭] কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়