সুজন কৈরী : [২] রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে সনদ বিক্রিকারী চক্রের ওই তিন সদস্যকে আটক করে র্যাব-৩।
[৩] ব্যাটালিয়নের অতিরিক্ত এসপি ফাইজুল ইসলাম বলেন, সোমবার সকালে উত্তর মুগদা এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া সনদ ও তা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটি মুগদা হাসপাতাল থেকে দেয়া কোভিড-১৯ এর রোগীর পজিটিভ রিপোর্টের কপি সংগ্রহ করে স্ক্যান করে সেখানে নাম বসিয়ে বিক্রি করছিল। যাদের নেগেটিভ রিপোর্ট দরকার তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে বিক্রি করছিল।
[৪] আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সম্পাদনা : খালিদ আহমেদ