বিশ্বজিৎ দত্ত: [২] মোবাইল ফোনের কলরেট বৃদ্ধি করার বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম বলেন, মোবাইলে কলরেট অনেক কম। তাই ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।
[৩] তাছাড়া অনেকে মোবাইলে অপ্রয়োজনীয় কথা বলেন। কথা বলতে বলতে রেলের নীচে পড়েও মৃত্যু হচ্ছে। তবে এটা প্রধান কথা না। আসল কথা হলো কলরেট কম।
[৪] প্রতি ১০০ টাকা মোবাইল রিচার্জে সরকার বর্তমানে ২২ টাকা শুল্ক পায়। ৫ শতাংশ বৃদ্ধির ফলে এখন ২৫ টাকা কাটা যাবে।