বাশার নূরু : [২] চিকিৎসার খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। হেফাজতে ইসলামের আমির শফি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে আছেন। ৯ সদস্যের মেডিকেল টিম তাকে চিকিৎসা দিচ্ছে।
[৩] চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আল্লামা শফি ভালো আছেন, তিনি সবার সঙ্গে কথা বলছেন। করোনার ঝুঁকি এড়াতে তাকে কেবিনে নেওয়া হচ্ছে না।
[৪] হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী বলেন, আল্লামা শফি সবার জন্য দোয়া করেছেন এবং তার জন্যও দোয়া চেয়েছেন।
[৫] বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হওয়ায় আল্লামা শফিকে রোববার রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ পাওয়া যায়নি।
[৬] চমেক হাসপাতালের সহকারী পরিচালক আফতাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আল্লামা শফির চিকিৎসার খোঁজ নিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সম্পাদনা : সিরাজুল ইসলাম