শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইমরান খানের মতো পাকিস্তানের রাজনীতিতে আসতে চান জুনায়েদও

স্পোর্টস ডেস্ক : [২] ১৯৯২ সালে দেশকে ক্রিকেট বিশ^কাপ উপহার দেয়া ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অবসরের পর রাজনীতিকেই বেছে নিয়েছেন ক্যারিয়ার হিসেবে। দেশের মানুষের কল্যাণের কথা ভেবেই তার রাজনীতিতে প্রবেশ। ইমরানকে দেখে অনুপ্রাণিত হয়েছেন দেশটির আরেক ক্রিকেটার জুনায়েদ খানও।

[৩] আন্তর্জাতিক ক্রিকেট শেষে রাজনীতিতে ভাগ্য পরীক্ষা করার ইচ্ছা বাঁহাতি পেসার জুনায়েদ খানের। সাবেক অধিনায়ক ইমরান খানের পথ ধরতে চান তিনি।

[৪] পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট, ৭৬টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮৯ উইকেট শিকার করেছেন জুনায়েদ। ৩০ বছর বয়সী এই পেসার অপেক্ষায় আছেন জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার। ভাগ্য সহায় না হলে রাজনীতিতে ক্যারিয়ার গড়বেন।

[৫] সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে তিনি বলেন, আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেয়া। আমার মনে হয় আরও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব। যদি সেটা না হয় তাহলে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চাইব। আমার পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

[৬] জুনায়েদের বাবা পাকিস্তানের সর্বশেষ সাধারণ নির্বাচনে অংশ নিতে পারতেন। কিন্তু শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নেন। তবে জুনায়েদ রাজনীতি করে দেশের ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়